মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবু বক্কর (৫৭) কে পিটিয়ে হত্যার বিচার দাবীতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। ২২জানুয়ারি রবিবার ১১টার দিকে উপজেলার মুজরাই মোরে ডুমরাকান্দা-জাফরাবাদ রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, নিহতের ছেলে আয়ুর্বেদীক চিকিৎসক মো. বায়েজিদ মিয়া, স্থানীয় রামদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো. আসাদ মিয়া, সালুয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য রুমান খাঁন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মো. বাদল মিয়া, পল্লী চিকিৎসক মো. কামাল হোসেন বকুল, বীর কাশিমনগর গ্রামের নাহিদুল হাসান ও ফিরুজ মিয়া (রাজা) প্রমূখ।
উল্লেখ্য,যে স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ের বিচার দেওয়ায় গত (১৯ জানুয়ারি বৃহস্পতিবার) রাত ৮টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই মধ্যপাড়া গ্রামে আব্দুস সোবহানের ছেলে মো. আবু বক্কর মিয়া ইভটিজারদের হাতে খুন হন।এ ঘটনায় নিহতের ছেলে চিকিৎসক মো. বায়েজিদ মিয়া (৩০) বাদী হয়ে গত ( ২০ জানুয়ারি ) মো. বাবুল মিয়া, মো. রাশেদুল আলম রিসাদ, মো. পারভেজ মিয়া ও মো. আলম মিয়ারসহ অজ্ঞাত নামা ৩/৪ জনের নামে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ১২। মামলা রুজু হওয়ার পর এ রিপোর্টে লিখা পর্যন্ত এখনো কোন আসামি গ্রেফতার হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে মুঠোফোনে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা আবু বক্করের নিহতের ঘটনায় ৪ জনের নামে মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলা খবর বিডি’র প্রতিনিধিকে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বা/খ: এসআর।