ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

কিংবদন্তি গীতিকার বার্ট মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

পপ মিউজিকে দুনিয়াজুড়ে খ্যাতিমান গীতিকার বার্ট বাকারাচ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ডো ইউ নো দি ওয়ে টু সান জোস, ওয়াক অন বাই অ্যান্ড হোয়াট দি ওয়ার্ল্ড নিডস নাউ ইজ লাভ, অ্যানি ওয়ান হু হ্যাড আ হার্ট-এমন সব কালজয়ী গানের এ রচয়িতা লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনেই বুধবার (৮ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেন। বাকারাচের জনসংযোগ কর্মকর্তা টিনা ব্রাউসাম জানিয়েছেন বার্ধক্যজনিত কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

১৯২৮ সালের ১২ মে মিসৌরির কানসাস সিটিতে জন্ম বার্টের। তিনি বড় হয়েছেন নিউইয়র্কে। পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশো পপ গানে সুর দিয়েছেন বার্ট।

বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনবার অস্কার, দুইবার গোল্ডেন গ্লোব এবং ছয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। বাকারাচ তার যোগাযোগ দক্ষতার কারণেও ব্যাপক আস্থা অর্জন করেছিলেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে দলই আসুক না কেন হোয়াইট হাউজে তার ডাক পড়তই এবং সেখানে তার ঘনঘন যাতায়াত ছিল।

ব্যক্তিগত জীবনে তিনি চারবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী পাউলা স্টিওয়ার্টের সঙ্গে ১৯৫৩ থেকে ৫৮ সাল পর্যন্ত সংসার করেন। দ্বিতীয় স্ত্রী এনজি ডিকিনসনের সঙ্গে তার সম্পর্ক ছিল ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত। তৃতীয় স্ত্রী সেগারে সঙ্গে এক ছাদের নিচে থেকেছেন ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত। এরপর ১৯৯৩ সালে বিয়ে করেন জেন হানসেনকে। বাকারাচ মৃত্যুকালে তিন সন্তান অলিভার, রেলিই এবং ক্রিস্টোফারকে রেখে যান।

তার অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- দ্য স্টোরি অব মাই লাইফ, আই স অ্যা লিটল প্রেয়ার, হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লাভ, দ্য লুক অব লাভ, ক্লোজ টু ইউ, ম্যাজিক মোমেন্টস ইত্যাদি। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুরে মন ছুঁয়েছে বহু সঙ্গীতানুরাগীর।

তিন বার অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন বার্ট। পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ৬টি গ্র্যামি পুরস্কার। ২০১৩ সালে তার আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/ot5s

নিউজটি শেয়ার করুন

কিংবদন্তি গীতিকার বার্ট মারা গেছেন

আপডেট সময় : ১০:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক : 

পপ মিউজিকে দুনিয়াজুড়ে খ্যাতিমান গীতিকার বার্ট বাকারাচ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ডো ইউ নো দি ওয়ে টু সান জোস, ওয়াক অন বাই অ্যান্ড হোয়াট দি ওয়ার্ল্ড নিডস নাউ ইজ লাভ, অ্যানি ওয়ান হু হ্যাড আ হার্ট-এমন সব কালজয়ী গানের এ রচয়িতা লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনেই বুধবার (৮ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেন। বাকারাচের জনসংযোগ কর্মকর্তা টিনা ব্রাউসাম জানিয়েছেন বার্ধক্যজনিত কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

১৯২৮ সালের ১২ মে মিসৌরির কানসাস সিটিতে জন্ম বার্টের। তিনি বড় হয়েছেন নিউইয়র্কে। পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশো পপ গানে সুর দিয়েছেন বার্ট।

বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনবার অস্কার, দুইবার গোল্ডেন গ্লোব এবং ছয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। বাকারাচ তার যোগাযোগ দক্ষতার কারণেও ব্যাপক আস্থা অর্জন করেছিলেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে দলই আসুক না কেন হোয়াইট হাউজে তার ডাক পড়তই এবং সেখানে তার ঘনঘন যাতায়াত ছিল।

ব্যক্তিগত জীবনে তিনি চারবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী পাউলা স্টিওয়ার্টের সঙ্গে ১৯৫৩ থেকে ৫৮ সাল পর্যন্ত সংসার করেন। দ্বিতীয় স্ত্রী এনজি ডিকিনসনের সঙ্গে তার সম্পর্ক ছিল ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত। তৃতীয় স্ত্রী সেগারে সঙ্গে এক ছাদের নিচে থেকেছেন ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত। এরপর ১৯৯৩ সালে বিয়ে করেন জেন হানসেনকে। বাকারাচ মৃত্যুকালে তিন সন্তান অলিভার, রেলিই এবং ক্রিস্টোফারকে রেখে যান।

তার অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- দ্য স্টোরি অব মাই লাইফ, আই স অ্যা লিটল প্রেয়ার, হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লাভ, দ্য লুক অব লাভ, ক্লোজ টু ইউ, ম্যাজিক মোমেন্টস ইত্যাদি। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুরে মন ছুঁয়েছে বহু সঙ্গীতানুরাগীর।

তিন বার অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন বার্ট। পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ৬টি গ্র্যামি পুরস্কার। ২০১৩ সালে তার আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/ot5s