কামারখন্দে ডিবি’র অভিযানে দেড়’শ পিছ ইয়াবাসহ আটক ২
- আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৪১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি মোঃ জাকেরিয়া হোসেনের তত্ত্বাবধানে এসআই ইশানুরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দে অভিযান চালিয়ে দেড়’শ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের জেভিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ঢাকা জেলার দোহার থানার মধুরখোলা মহল্লার হিরোন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হাসেম (৩৩) ও কামরখন্দ উপজেলার ভারাঙ্গা মহল্লার গাজী মোঃ রাজ্জাক খন্দকারের ছেলে মাদক ব্যবসায়ী লিটন (৪৮) দেড়’শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।