সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শেষ হলো বিজিব’র সাংস্কৃতিক উৎসব

কাপ্তাইয়ে শেষ হলো বিজিব’র সাংস্কৃতিক উৎসব

আজগর আলী খান, রাজস্থলী-কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে শুক্রবার  (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা হতে সন্ধা ৬টা পর্যন্ত রাঙামাটির কাপ্তাই উপজেলা ওয়াগ্গাছড়া রিভারভিউ পার্ক এন্ড পিকনিক স্পটের ম্যাডিসন স্কোয়ার প্রাঙ্গণের সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক উৎসবের ৬ষ্ঠ পর্বে অনুষ্ঠিত হলো ৩২৬ নং পেকুয়া মৌজার নান্দনিক পরিবেশনা।  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এই সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করে।
এদিনে ৩২৬ নং পেকুয়া মৌজায় বসবাসরত মারমা সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মারমা সম্প্রদায়ের জীবনধারা, মৎস্য আহরণ, জুম চাষের বৈচিত্র্য ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের নৃত্য, ক্যা-প্যায়ি গানসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনা পরিবেশন করেন। এ সময় তুমুল করতালিতে পার্কে আগত দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করেন।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠান  উপভোগ করেন।
এ সময় ৩২৬ নং পেকুয়া মৌজার হেডম্যান সানুচিং মারমা, কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, হেডম্যান  উবাথোয়াই চৌধুরীসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী, মহিলা ও পুরুষ এবং বিজিবির পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই নান্দনিক পরিবেশনা উপভোগ করেন।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এএসসি জানান, ব্যাটালিয়ন এর অধীন ৬টি মৌজায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং তাদের শিল্পীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ এই মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়েছে। এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে আমাদের এই সাংস্কৃতিক উৎসব পালন করবো। এছাড়া খুব শীঘ্রই কাপ্তাই ওয়াগ্গা জোনের আয়োজনে মৌজা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট এর আয়োজন করতে যাচ্ছি। উক্ত টুর্নামেন্টকে সফল করতে সকল মৌজার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি।
প্রসঙ্গত, কাপ্তাই বিজিবির আয়োজনে এই সাংস্কৃতিক উৎসব গত ১৩ জানুয়ারি উদ্বোধন করা হয়। এদিন ওয়াগ্গা মৌজার তঞ্চঙ্গ্যা শিল্পীরা তাদের পরিবেশনা করেন। এছাড়া গত ২০ জানুয়ারি রাইখালী মৌজা, ২১ জানুয়ারি নারানগিরি মৌজা এবং ৩ ফেব্রুয়ারী ভার্য্যাতলী মৌজা, ৪ ফেব্রুয়ারী চিৎমরম মৌজার শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করেন। সর্বশেষ শুক্রবার  (১০ ফেব্রুয়ারি) পেকুয়া মৌজার শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করেন।
বা/খ : এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *