কাপ্তাইয়ের মোশাররফ রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ৪০৫ বার পড়া হয়েছে

// মোঃ আজগর আলী খান, রাজস্থলী-কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি //
রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছে কাপ্তাইয়ের মো. মোশাররফ হোসাইন। রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় এবার ২০২৩ সালে প্রথম স্থান অধিকার করে কাপ্তাই উপজেলার মো.মোশাররফ হোসাইন। সে কাপ্তাই ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাঁশকেন্দ্র জামে মসজিদের ইমাম এবং মো.হানিফের ছেলে।
মোশাররফ হোসাইন জানান, আমাকে যারা শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করেছে বিশেষ করে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো.ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাইবাসী ও বাঁশকেন্দ্রের সকলের প্রতি কৃতজ্ঞ জানান।