কাতার বিশ্বকাপের খেলা যেভাবে দেখা যাবে মোবাইলে
- আপডেট সময় : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ৫১৭ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র ৪৩ দিন। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ টেলিভিশনের পর্দার পাশাপাশি এবার মোবাইল ফোনেও দেখার সুব্যবস্থা করা হয়েছে। পর্দায় বিশ্বকাপ দেখানোর টেলিভিশন স্বত্ব কিনেছে রিলায়্যান্স গ্রুপ।
বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। এর পাশাপাশি ‘জিয়ো সিনেমা’-তেও দেখা যাবে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। অর্থাৎ মোবাইলে এই অ্যাপ থাকলেই যে কোনো জায়গায় বসে কাতার বিশ্বকাপের খেলা দেখা যাবে।
স্পোর্টস ১৮ জানিয়েছে, জিয়ো পরিষেবা নেই এমন মোবাইলেও জিয়ো সিনেমা অ্যাপ ইনস্টল করা যাবে। সকল টেলিকম পরিষেবার গ্রাহকরা জিয়ো সিনেমা অ্যাপ শীঘ্রই আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ দেখার সুবিধা পাবেন তারা।
বিশ্বকাপের ম্যাচগুলো দেখার পাশাপাশি জিয়ো সিনেমাতে ইংরেজি, হিন্দি, তামিল, মালয়ালম ও বাংলা ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন দর্শকরা।
স্পোর্টস ১৮ এর সিইও অনিল জয়রাজ বলেন, আমরা চাই গ্রাহক ডিজিটাল মাধ্যম ও টেলিভিশনে বিশ্বস্তরের খেলা দেখার সুবিধা পাক। আমরা দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতাকে আরও ভালো করতে চাই।