বিনোদন ডেস্ক :
সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আবারও কাজে ফিরলেন ঢালিউড কিং শাকিব খান। আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে বনানীতে উদ্বোধন করলেন ‘গ্লোম্যাক্স’ নামে একটি বিউটি পার্লার।
বিউটি পার্লারটির স্বত্বাধিকারী জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে উর্মিলা বলেন, ‘গত এক বছর “‘উইমেন’স ক্লাব’ নামে এই পার্লারটি চালিয়ে আসছিলাম। তবে নাম পরিবর্তন করে এবার আরও নতুনভাবে পার্লারটি শুরু করলাম। নতুন নাম ‘গ্লোম্যাক্স’।”
উর্মিলা আরও বলেন, ‘আমি ছোটবেলা থেকেই সাজতে অনেক পছন্দ করি। বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে আবারও পার্লারটি শুরু করলাম।’
উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয়শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা।