কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন যারা
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ৫৩০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী তিন জন চেয়ারম্যান, তিন জন ভাইস চেয়ারম্যান ও পাঁচ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে মাইজবাড়ির আবুল কালাম আজাদ (দোয়াত কলম), গান্ধাইলের আশরাফুল আলম (ঘোড়া) ও বর্তমান উপজেলা চেয়ারম্যান তেকানী ইউনিয়নের খলিলুর রহমান সিরাজী (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে নাটুয়ারপাড়া ইউনিয়নের শাহীনুল ইসলাম শাহীন (মাইক), কাজীপুর সদরের সাইফুল ইসলাম (টিয়াপাখি) ও সোনামুখীর সেলিম হোসেন (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রৌহাবাড়ির জান্নাতুল ফেরদৌস (ফুটবল), পশ্চিম দুবলাইয়ের জুলেখা খাতুন (বৈদ্যুতিক পাখা), নাটুয়ারপাড়ার বিলকিছ খাতুন (কলস), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রৌহাবাড়ির শাপলা খাতুন (পদ্মফুল) ও উত্তর রেহাইশুড়িবেড়ের সুলতানা হক (হাঁস)।
কাজীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন জন করে ছয় জন এবং মহিলা ভাই চেয়ারম্যান পদে পাঁচ জন সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৮মে। অংশগ্রহণকারী সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
বাখ//আর