কাজীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা
- আপডেট সময় : ০৫:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩৩ বার পড়া হয়েছে

// কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি //
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজীপুরে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩’ এর উদ্বোধন হয়েছে। রোববার বেলা সাড়ে এগারোটায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। পরে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
এরপর বেলা সাড়ে বারোটায় এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তানভীর শাকিল জয় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২২ হাজার ১০১টি ঘর প্রদান করেছেন।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘আমরা যারা আগে লেখাপড়া করেছি তখন সব বইপুস্তক কিনে পড়তে হতো। কিন্তু এখন আর বই কিনতে হয় না। শিক্ষার্থীদের জন্য শেখ হাসিনা বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। উপবৃত্তির ব্যবস্থা করেছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌরমেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার প্রমুখ।
এ সময় চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাজীপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামি মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) পর্যন্ত। মেলায় মোট ২২টি স্টল স্থান পেয়েছে।