কাজিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৪৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, পিপিএম (বার) এর নির্দেশনায় কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসিবুল্লাহের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি দল ৩০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম রেজা (৩২) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী উপজেলার ভেটুয়া জগন্নাথপুর এলাকার হাবিবুর রহমান হবির ছেলে বলে জানা গেছে।