মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের ৫ বিভাগসহ ১১ অঞ্চলে তাপদাহ ফের ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী সরকারের সুর নরম হয়েছে: ফখরুল ভাঙছে মেয়েদের সাফজয়ী দল আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবী করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২ নারী মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতার মা’র জানাজায় মির্জা আজম মহিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন  গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত রাবি ছাত্রলীগের সহায়তায় মুগ্ধ ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবক ভাঙ্গুড়ায় স্কুলভিত্তিক দুর্নীতি বিরোধী  বিতর্ক প্রতিযোগীতা 

কলার প্রশংসায় পঞ্চমুখ শ্রীলেখা

কলার প্রশংসায় পঞ্চমুখ শ্রীলেখা

বিনোদন ডেস্ক : 
সিনেমার খবরে শ্রীলেখা মিত্রকে নিয়ে আলোচনা হয় না আজকাল। তিনি আলোচনায় থাকেন তার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের কারণে। চলচ্চিত্রাঙ্গন থেকে শুরু করে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব— কাউকে ছেড়ে কথা বলেন না। মাঝে মাঝেই একে ওকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন তিনি। তবে এবার আর খোঁচা দিলেন না এ অভিনেত্রী। নেটিজেনদের জানালেন কলার উপকারিতা।

পরনে লাল রঙের টি-শার্ট। ঘামে ভেজা শরীর। মেকআপবিহীন মুখে উঁকি দিয়েছে মুখের দাগ। ধারণা করা হচ্ছে, সদ্য জিম করেছেন তিনি। তার হাতে অর্ধেক ছোলানো কলা। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমার জনপ্রিয় একটি গান। ভারতীয় বাংলা সিনেমার বিতর্কিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। তাতে এমন লুকে ধরা দিয়েছেন তিনি।

শুক্রবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুকে কলা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রীলেখা।

ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন এই পোস্টে দু’রকম মানে করিনি। সুস্থ মস্তিষ্কর জন্য রোজ কলা খান। লৌহ-নারী/পুরুষ তৈরি হন।’ বরাবরের মতো এ পোস্ট দেওয়ার পরও শুরু হয়েছে আলোচনা। কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে নানারকম মন্তব্য।
কলকাতার পরিচালক অনীক দত্ত লিখেছেন, প্রশ্ন: কলা কেন একাকী? উত্তর: কারণ এটি কলা (অকেলা)। তবে যাদের নোংরা চিন্তা-ভাবনা তারা এই পোস্টটিকে অন্যভাবে দেখবে। নির্মাতা পরামিতা মুন্সী শ্রীলেখার ‘সেন্স অব হিউমার’-এর প্রশংসা করেছেন। নেটিজেনদের একজন লিখেছেন, সব ক্যালশিয়াম তো ছবির ক্যাপশনেই রয়েছে। কেউ কেউ এ ছবি নিয়ে ট্রোলও করছেন। তবে শ্রীলেখার পরিষ্কার জবাব এই ছবি মুছব না।

তবে শ্রীলেখা খারাপ কোনো ইঙ্গিত করেননি বললেও মন্তব্যকারীদের কেউ কেউ ভাবছেন তিনি নেতিবাচক উদ্দেশ্যেই কলা নিয়ে লিখেছেন। মন্তব্যের ঘরে ইঙ্গিতে তা প্রকাশ করেছেন কয়েকজন।

অন্যকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার উপায় বাতলে দিলেও কিছুদিন আগে নিজের স্বাস্থ্য নিয়ে একটি পোষ্ট দিয়েছিলেন শ্রীলেখা। মমতা রোগ ধরেছে উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছিলেন, ভুঁড়িটা কমবে না মনে হচ্ছে দিয়ে দেই ড্রেসটা কাউকে? এখনও ট্যাগ খুলিনি এরকম পোস্ট হয়তো কোনো অভিনেত্রী করে না তাই না? কী করব আমাকে মমতা রোগ ধরেছে যে।

শ্রীলেখার ওই পোস্ট অনেকেই ইতিবাচকভাবে নিয়েছিলেন তখন। সবকিছু সরল মনে রাখঢাক না রেখে বলে দেন উল্লেখ করে মন্তব্যের ঘরে প্রশংসা রেখেছিলেন তার জন্য।

বছরজুড়ে আলোচনায় থাকেন শ্রীলেখা মিত্র। ঠোঁটকাটা স্বভাবের শ্রীলেখা কিছুদিন আগে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে আক্রমণ করে মন্তব্য করেছিলেন। এ নিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা। তার কিছুদিন আগে নিজের জন্মদিন উপলক্ষে বাড়িতে ঘরোয়া মদ-পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এ নিয়েও জলঘোলা কম হয়নি।

রাজনৈতিক মঞ্চ বা মিছিলে কোথাও দেখা যায় না শ্রীলেখা মিত্রকে। বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেও তাল মিলিয়ে চলেন না। সম্প্রতি শ্রীলেখা দাবি করেন, এজন্য তার হাতে কাজ নেই। আপাতত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছেন এই অভিনেত্রী। তৈরি করছেন অ্যান্থোলজি। ‘এবং ছাদ’-এর পর তৈরি করবেন ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *