কলাপাড়ায় মহাসড়কের পাশ থেকে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ৪১৬ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ১৮ টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল দশটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক লাগোয়া পাখিমারা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল রহমান সহ থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, ১ নং খাস খতিয়ানের উপরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছিলো। পরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।