কলাপাড়ায় বানিজ্য প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ৪১৬ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় দৈনিক বানিজ্য প্রতিদিন প্রত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটায় কলাপাড়া রিপোটার্স ইউনিটির মিলানায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুর সঞ্চালনায় সহ-সভাপতি রাসেল কবির মুরাদ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বানিজ্য প্রতিদিন’র কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো: ফোরকানুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসির উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য নীহার রঞ্জন সরকার মিল্টন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য এ.এম মিজানুর রহমান বুলেট প্রমূখ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জসিম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমল মূখার্জী ও খেপুপাড়া সরকারি মোজার উদ্দিন বিশ্বাস কলেজ’র প্রভাষক রেজাউল করিম কেনান। এছাড়া কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।