কলাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত
- আপডেট সময় : ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৪০৩ বার পড়া হয়েছে

এএম মিজানুর রহমান বুলেট,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র ” এই শ্লোগানকে সামনে নিয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় কলাপাড়া থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কেক কাটা ও একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনউপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন, কবির বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো.মোস্তাফিজুর। এসময় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও গণমাধ্যমকর্মী।
এছাড়া মহিপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকাল ১১ টায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।