এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে মহিপুর, কুয়াকাটার সকল শ্রেণি-পেশার মানুষ। সকালে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা। এছাড়া সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটুয়াখালী-৪ আসনের এমপি মো. মহিব্বুর রহমান।
এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জাতির পিতার মুর্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা প্রশাসনের অয়োজেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংসদ পটুয়াখালী -৪ অধ্যক্ষ মো: মহিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, সহ-সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, ওসি জসিম উদ্দিন, ভাইচ চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল,কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমূখ।
সভাশেষে বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু -কিশোর ও উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।