পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে আওয়ামী সমার্থিত কাজী হেমায়েদ উদ্দিন হিরনের কর্মীরা ওই এলাকায় প্রচারনায় নামেন। এ সময় মীরাবাড়ি এলাকায় পৌছলে হাতপাখা প্রতীকের দুলাল খানের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। আহতদের মধ্যে ৫ জন কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।
নৌকা মার্কার প্রার্থী হেমায়েত উদ্দিন হিরন জানান, আমার সমর্থকের উপর হাতপাখা প্রার্থী দুলালের ভাই ও সন্ত্রাসীরা হামলা করে। এতে আমার ৭/৮ জন সমর্থ কআহত হয়েছে। এ বিচার আমি জনগণ ও আইনের উপর রাখলাম।
হাতপাখা প্রার্থী দুলাল খান পাল্টা অভিযোগ করে বলেন, পটুয়াখালী থেকে কিছু বহিরাগত সন্ত্রাসী এনে আমার লোকজনের উপর হামলা করে ।তখন উভয়ের মধ্যে হাতাহাতি হয়, এতে করে আমার সমর্থকরা আহত হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।