কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওরিয়েন্টেশন এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপ-পরিচালক শ ম সাইফুল আলম, সহকারী পরিচালক অর্থ মো.ফরিদ আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।