এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় বিজ্ঞান মেলা এবং গনিত অলিম্পিয়াড সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে বিজ্ঞান মেলা ও গনিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, বাংলাদেশ স্কাউট’স উপজেলা সম্পাদক নূরুল হক এবং উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বিজ্ঞান শিক্ষকগণ।