কলাপাড়ায় বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ৮৬৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় পৌ শহরের কলাপাড়া বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সহ-সভাপতি ডা.জাহাঙ্গীর আলম তালুকদার, শহীদ মাতুব্বর, ওয়ার্ড বিএনপির সভাপতি, মো.মোয়াজ্জেম হোসেন, মো.জসিম উদ্দিন, গাজী সুলতান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, মো.আফজাল উকিল, চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ।
সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, আমারা প্রতিহিংসার রাজনীতি করতে চাইনা। সাধারণ মানুষের উপর হামলা হলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।
বাখ//আর