নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের বাজার সংলগ্ন রাবার ড্যাম (বিএডিসি) এর সামনে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম (পিপিএম) নেতৃত্বে উপজেলার লেংগুড়া ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রম ও জন সচেতনতামূলক এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৫ নং লেংগুড়া বিট অফিসার এসআই (নিঃ) আশিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম (পিপিএম) বলেন, আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে জন সচেতনতামূলক এ উঠান বৈঠক অব্যাহত থাকবে। কলমাকান্দা উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।