নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রাম উন্নয়ন কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী থেকে এ কর্মশালা শুরু হয়ে ৩০ জানুয়ারী পর্যন্ত চলে এ কর্মসূচি।
জানা যায়, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ নাজিরপুর এরিয়া অফিসের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া গ্রামের উন্নয়ন, শিশু ও নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, শিশু শিক্ষার্থী ঝরে পড়া প্রতিরোধ করা, শিশুর পুষ্টি নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, শিশুদের স্কুলগামী করা, শিশুর সকল অধিকার নিশ্চিত করা, গ্রামের অবকাঠামো উন্নয়ন করার লক্ষ্যে সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের কেবলপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আশরাফ আলী, গৌরীপুর গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাহিদা খাতুন, ইয়ারপুর গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি উজ্জলা রানী দাস ও শিবপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতির নেতৃত্বে কমিটির সদস্যগণ এ কর্মশালায় অংশ গ্রহন করেন।
এছাড়াও এ ৬ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিশু ফোরামের সভাপতি নাজমুল হক, শিশু ফোরামের সদস্য, অভিভাবক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এরিয়া অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।