নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
২৩ জানুয়ারি সোমবার নেত্রকোণা জেলার কলমাকান্দায় গনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ২ ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাসেম এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৫) ও একই এলাকার আলাল উদ্দিনের ছেলে মো. শামীম মিয়া (২৪)।
জানা গেছে, আবুল কালাম আজাদ ও শামীম মিয়া সোমবার উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে লরি গাড়ি দিয়ে পরিবহন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে আবুল কালাম আজাদ ও শামীম মিয়াকে ৭০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও মো. আবুল হাসেম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে আবুল কালাম আজাদ ও শামীম মিয়াকে ৭০ হাজার টাকা অর্থদন্ডকরা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বা/খ : এসআর।