নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দায় শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে উপজেলার ১৭০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ালটন ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ল্যাপটপ সমূহ হস্তান্তর করেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দীন, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ও উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খাতুন।
বা/খ: এসআর।