নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণা জেলার কলমাকান্দায় বুধবার সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন সাংসদ মানু মজুমদার এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোণা ভবনটি নির্মাণ করেছেন।
উদ্বোধনকালীন সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সম্পাদক হায়দার আলী খান, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস। এছাড়া আওয়ামী লীগ ও ভাতৃ প্রতীম সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংসদ মানু মজুমদার এমপি কলমাকান্দা-দুর্গাপুর নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৮টি বহুতল ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। এর মধ্যে অনেক ভবন উদ্বোধন হয়েছে এবং বাকিগুলোর উদ্বোধন প্রক্রিয়া চলমান আছে।
বা/খ: জই