কলমাকান্দায় পরিবেশ বান্ধব গ্রাম উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬৮ বার পড়া হয়েছে

// নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি //
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচাপরা গ্রাম কে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ভাবে বিশেষ আলোচনা সভার মাধ্যমে এ ঘোষনা করা হয়।
নলচাপরা গ্রামে আয়োজিত ঘোষনা সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ল্ড ভিশন – বাংলাদেশ, নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা। প্রোগ্রাম অফিসার সুরেশ রায় পরিচালিত সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, নাজিরপুর ইউপি প্যানেল চেয়ারম্যান নূরে আলম, কৃষি সম্প্রসারন অফিসার মেহেদি হাসান তরফদার, কলমাকান্দা প্রেস ক্লাব সাধারন সম্পাদক মো. ফখরুল আলম খসরু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অন্তরা রেমা, গ্রিবসন, নাসিমা খাতুন, নুরুল ইসলাম।
নাজিরপুর এপির সার্বিক তত্ত্বাবধানে এপির কর্ম এলাকায় একই সংগে ছয়টি গ্রাম কে পরিবেশ বান্ধব ঘোষনা করা হল। সভা স্থলে গ্রামবাসি পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।
বা/খ/রা