মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মণিরামপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন রাজস্থলীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজারহাটে গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেলো গরুর মালিকের সাঁথিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ড. ইউনূসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ২৩-২৪ অর্থবছরের বাজেটে দরিদ্রদের সুরক্ষা গুরুত্ব পাবে শাহজাদপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ৫’শ দুঃস্থের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ তাড়াশের বারুহাস ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা ফরিদপুরে ৪০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ী আটক  পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালকের মৃত্যু শাহজাদপুরে গো-খাদ্যে ভেজাল করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা তিতাসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  বেলকুচিতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ  এনায়েতপুরে মাওঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ

কলমাকান্দায় নিরাপদ খাদ্য মেলা

কলমাকান্দায় নিরাপদ খাদ্য মেলা

// নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি //

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্যাসী পাড়া গ্রামে গত শনি ও রবিবার অদম্য বাংলাদেশ, নেত্রকোণা সম্মিলিত যুব সমাজ, সন্যাসীপাড়া গ্রামবাসি ও বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথ উদ্যোগে ‘সকল প্রাণের জন্য চাই নিরাপদ খাদ্য’ এই শ্লোগানকে সামনে রেখে ‘খাদ্যবৈচিত্র্য ও বীজবৈচিত্র্য মেলা’ শিশুদের নিয়ে আদিবাসি খাবার, বিলুপ্তি ও প্রয়োজনীতা শীর্ষক আলোচনা, খাদ্যবৈচিত্র্য নিয়ে কুইজ ও নারীদের নিয়ে চীনাবাদাম খাওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেলায় নারীরা আদিবাসি খাবার, অ-চাষকৃত নিরাপদ খাবার, পাহাড় ও সমতলের বিষমুক্ত নিরাপদ ফল, সবজী, ধান, ডাল, তেলজাতীয় বীজ প্রদর্শন করেন। নারীরা পাহাড়ী কচু, বাঁশের কেরুল, কলার থুরা, স্বর্ণআলু, ঢেঁকিশাক, বথুয়াশাক, গিমা শাক, ওলকচু, শামুক, কুইচ্ছা, কাসাবা ৩১ জাতের নিরাপদ খাবার, বিন্নিধান, লাফা, জাগলি ধান, মসুর, খেসারী, করলা, সিম, তুকমা, ঝিঙ্গাসহ ৩৫ জাতের বীজ প্রদর্শন করেন।

আলোচনায় গ্রামের প্রবীণ কৃষক ও আদিবাসি নেতা মার্শেল মানকিন বলেন, “নারীরাই নিরাপদ খাদ্য উৎপাদন ও বীজ রক্ষার কারিগর। এখনো নারীরা নিজ হাতে নিরাপদ খাদ্য উৎপাদন করেন ও তার সন্তানের মুখে তুলে দেন। গ্রামের প্রায় ১৭০ জন নারী পুরুষ, শিশু এই আয়োজনে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. আল আমিন, কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু খান ও রিপন মিয়া, সাবানা মারাক।

মেলায় আদিবাসি নারী মিথালী ডিব্রা শিশুদেরকে মেলার স্টলের খাদ্যর সাথে পরিচয় করিয়ে দেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নিজ বাড়ীর আঙ্গিণাকে ব্যবহার করার পরামর্শ দেন।

মেলায় শিশু ও নারীরা যেসব প্লেকার্ড ও ফেস্টুন ব্যবহার করেন। “নিরাপদ খাদ্য, নিরাপদ জীবন” “সকল প্রাণের জন্য চাই নিরাপদ খাবার”, “আমরা বিষমুক্ত শৈশব চাই”,“নিরাপদ খাদ্য আমাদের অধিকার”,“আমার খাবার টেবিলের খাদ্যে বিষ কেন?”, “খাদ্য দূষণ থামাও”, “আমিখাটো হয়ে যাচ্ছি, জিংক সমৃদ্ধ খাবার চাই”, “প্রতিদিন ভেজালমুক্ত খাবার দিয়ে সকালটা শুরু করুন”, “খাদ্যের নামে শিশুর মুখে ভেজাল খাবার তুলে দিবেন না”,“নিরাপদ বীজ, নিরাপদ খাবার” সহ নানা সচেতনতামূক প্লেকার্ড প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের কৃষি উপকরণ এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *