কলমাকান্দায় নাজিরপুর এপি তে ক্রিসমাস বাউন্স ব্যাক কর্মসূচি পালিত
নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ৪৩০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
নেত্রকোণা জেলার কলমাকান্দায় মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, নাজিরপুর এপি মিলনায়তনে ক্রিশমাস বাউন্স ব্যাক কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এপি ম্যানেজার পরিতোষ রেমা। বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন, নান্দাইল এসিও এর সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, বালুচরা মিশন প্রধান ফাদার প্রিনসন মানখিন, প্রধান শিক্ষক, নলচাপরা উচ্চ বিদ্যালয়, কপোতি ঘাগ্রা, সহকারি প্রধান শিক্ষক, কলমাকান্দা সরকারি উচ্চ বিদ্যালয়, পান্না সাহা, প্রোগ্রাম অফিসার মৌরুশ্মী লিমা ঘাগ্রা, টুকি চাম্বুগং ও সিনিয়র সাংবাদিক মো, ফখরুল আলম খসরু।
অনুষ্ঠানে স্পন্সর ছেলে মেয়েদের পুরস্কার প্রদান, কেক কাটা, ও সংগীত পরিবেশন করা হয়েছে।
বাখ//আর