কর্মচারির ভালবাসায় বাংলাদেশ দেখতে আসলেন সৌদি নাগরিক আহমেদ
- আপডেট সময় : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৯১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে কর্মচারির ভালোবাসার টানে তার বাড়িতে সৌদি মালিকের আগমনে এলাকায় উচ্ছাসের সৃষ্টি হয়েছে। তাকে দেখতে হাজারো জনতার ভিড় জমেছে।
জানা যায়, উপজেলার সাহেবের চর গ্রামের মৃত চান মিয়ার তিন ছেলে খাইরুল ইসলাম (৪০), আব্দুল হামিদ ও সারোয়ার হোসেন সাহিদ (৩০) কাজ করেন সৌদি আরবের দাম্মাম আল হাচা শহরের বাসিন্দা সামিম আহমেদ হলিবির প্রতিষ্ঠানে। খাইরুল ২০ বছর, হামিদ ও সাহিদ ৭ বছর গাড়ি চালকের কাজ করছেন।
তিন সহোদরই দীর্ঘদিন ধরে একই মালিকের অধীনে কাজ করার সুবাধে কপিল (মালিক) সামিম আহমেদ হলিবিও তার ছেলের সঙ্গে তাদের সখ্যতা গড়ে উঠে। সেই সম্পর্কের টানে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহে ছুটে এসেছেন বাংলাদেশে তাদের গ্রামের বাড়ীতে। সৌদি আরবের একটি ফ্লাইটে সামিম আহমেদ হলিবি ও তার ছেলে আব্দুল্লাহ হলিবি ও বাংলাদেশী কর্মচারী খাইরুল সহ ঢাকায় নেমে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) হেলিকপ্টারে হোসেনপুর পৌর সদরের ঢেকিয়া খেলার মাঠে এসে নামেন তারা।
সৌদি মালিক ও তার ছেলেকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। এ সময় ফুলের তোরা দিয়ে তাদের বরণ করে নেন এলাকাবাসী। বাংলাদেশে এসে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে সামিম আহমেদ হলিবি বলেন, আমার খুবই ভালো লাগছে। আমি বাংলাদেশে দেখতে এসেছি।