করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ২৪৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ৪১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪৩ জন।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।