কয়রা (খুলনা) প্রতিনিধি :
কয়রায় ৫ দিনব্যাপী ৩য় উপজেলা স্কাউট সমাবেশ ও মহাতাবু জলসা এবং স্মরনিকা উন্মোচনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। সোমবার রাত ৯ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্কাউট সমাবেশে ও মহাতাবু জলসার সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।
স্কাউট সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার কমিশনার এস নুর মোহাম্মাদ মোস্তফা, সহ-সভাপতি মোঃ খায়রুল আলম, সহ-সভাপতি শহীদ সরোয়ার, যুগ্ম-সম্পাদক এসএম এস্কেদার আলী, সহকারি কমিশনার দীপক কুমার মিস্ত্রি ও লক্ষী রানী রায়, জেলা স্কাউটস লিডার আঃ রাজ্জাক, শামীম আখতার, নুরুল ইসলাম নাহিদ, মেসবাহ উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে। স্কাউট থেকে শিক্ষা নিয়ে অংশগ্রহনকারী স্কাউটরা দেশের কল্যানে কাজ করবে। বুদ্ধিদীপ্ত চেতনায় মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে স্কাউটের সুশৃঙ্খল জীবন সহায়ক ভুমিকা পালন করবে।
বা/খ : এসআর।