কয়রায় জেন্ডার অর্ন্তভূক্তির মাধ্যমে সিসিএ ইস্যুতে সংবেদনশীল প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১০ বার পড়া হয়েছে

কয়রায় স্থানীয় পর্যায়ে ইউপি সদস্যদের জেন্ডার অর্ন্তভূক্তির মাধ্যমে সিসিএ ইস্যুতে সংবেদনশীল করা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী বাগালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে হেলভেটাস অর্থায়নে সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে ইউপি সদস্যদের জেন্ডার অর্ন্তভুক্তির মাধ্যমে সিসিএ ইস্যুতে সংবেদনশীল করা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুস সামাদ গাজীর সভাপতিত্বে প্রশিক্ষণে ইউনিয়ন পরিষধ বর্গেও সাথে দূর্যোগ বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে ইউপি পরিষদবর্গের সাথে জলবায়ু পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব,বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষাপটে নারীরা শারিরীক ও মানসিকভাবে বেশী ক্ষতির সম্মুখিন হয়। শুধু তাই নয় নারীদের জেন্ডার সেনসিটিভ ইস্যুগুলিতে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। যেমন স্কুল,কলেজ,ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ইত্যাদি জায়গায় লক্ষ্য করলে দেখা যায় নারীদের জন্য পৃথক কোন সৌচাগার,ব্রেস্ট ফিডিং কর্ণার এবং পৃথক কোন ব্যবস্থা পরিলক্ষিত হয় না। শুধু তাই নয় শারিরিকভাবে অক্ষম,গর্ভবতী এবং বয়ঃজ্যেষ্ট নারীদের জন্যেও কোন ব্যবস্থা থাকে না। এভাবে নারীরা অনেক সমস্যার সম্মুখিন হয়।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হতদরিদ্র নারী প্রধান পরিবার যেমন স্বামী পরিত্যক্ত্যা,তালাক প্রাপ্ত এবং বিধবা পরিবারগুলিকে স্থানীয় পর্যায়ে সোসাল সেফটিনেট কর্মসূচীর আওতায় তাদের আনুপাতিক হারে কাজের সুযোগ খুবই কম। স্থানীয় বাজেটে এ সকল খাতে বরাদ্দ বৃদ্ধি করার জন্য ইউপি চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে পরিষদ বর্গের নিকট সুপারিশ করা হয়। স্থানীয সরকার সদস্য এবং স্থানীয় নের্তৃবৃন্দ আশ্বাস প্রদান করেণ যে তারা উপল্লেখিত খাতে বরাদ্দ বৃদ্ধিতে যথাসাধ্য চেষ্টা করবে। উক্ত প্রশিক্ষনে কয়রা উপজেলার প্রতিনিধি মোঃ শাহাজান সিরাজ উপরেল্লিখিত কার্যক্রম গুলোর দিকে একটু দৃষ্টি রাখার জন্য ইউপি সদস্যদের সুপারিশ করেন। প্রশিক্ষনটি সঞ্চালন করেন পানিই জীবন প্রকল্পের আওতায় সুশীলনের উপজেলা সমন্বয়কারী তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার দেবরঞ্জন বিশ্বাস । সকলের আলোচনা শেষ হলে ইউপি চেয়ারম্যান মহোদয় সকলের সু-স্বাস্থ্য কামনা করে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেণ।
বা/খ/রা