ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কথা সাহিত্যিক রিপন আহসান ঋতুর নতুন গল্পগ্রন্থ ‘সংসার থেকে লুকিয়ে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

এবারের একুশে বই মেলায় আসছে তরুণ কবি ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর ‘সংসার থেকে লুকিয়ে’ গল্পগ্রন্থটি। পাওয়া যাবে ৪১৭, ৪১৮ ও ৪১৯ নম্বর স্টলে। ১২টি গল্পের সমন্বয়ে সাজানো এ গল্পগ্রন্থটি সংগ্রহ করা যাবে ১০ ফেব্রুয়ারির পর থেকে।

গ্রন্থটি সম্পর্কে লেখক জানিয়েছেন, আমাদের প্রতিটি সংসার সংশয় ও সংকটে আক্রান্ত। আর্থিক দৈন্যতা, জীবীকার অনিশ্চয়তা, পারিবারিক সংকট, সামাজিক পীড়ন, আমার চেয়ে যে শক্তিশালী তার কাছ থেকে নিত্য অপমান ও লাঞ্ছনা-এসব দিয়েই তো আমরা প্রতিদিন ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছি! ফলে সংসারের সমস্ত প্রাপ্তির মধ্যেও আরেকটু সুখ অথবা সমস্ত অপ্রাপ্তির মধ্যেও সামান্য সুখের সন্ধান করে যে মানুষগুলো তাদেরই আখ্যান ‘সংসার থেকে লুকিয়ে’।

এ গল্পগ্রন্থে বিশেষ কী আছে? লেখক বলেন, মূলত প্রান্তিক মানুষের সাধারণ জীবন চর্চার অন্তরালের যে বাসনা, আসক্তি, উল্লাস আর বিষাদ সব কিছু জড়িয়েই এক একটা গল্প। প্রতিটি গল্পই যেন আপন মুদ্রাদোষে একলা এবং ভীষণভাবে একলা।

লেখকের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ যাদুর নীল বেলুন। যা পাঠক মহলে বেশ সাড়া ফেলে। দ্বিতীয় বইটি ছিল প্রবন্ধের ‘অতঃপর প্রহসন’, উপন্যাস ‘গল্পের মোড়কে মানুষ’, প্রথম কাব্যগ্রন্থ ‘ভাঙনের উৎস’।

তরুণ এ কবি ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর বাড়ী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।

বা/খ : এসআর।

নিউজটি শেয়ার করুন

কথা সাহিত্যিক রিপন আহসান ঋতুর নতুন গল্পগ্রন্থ ‘সংসার থেকে লুকিয়ে’

আপডেট সময় : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

এবারের একুশে বই মেলায় আসছে তরুণ কবি ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর ‘সংসার থেকে লুকিয়ে’ গল্পগ্রন্থটি। পাওয়া যাবে ৪১৭, ৪১৮ ও ৪১৯ নম্বর স্টলে। ১২টি গল্পের সমন্বয়ে সাজানো এ গল্পগ্রন্থটি সংগ্রহ করা যাবে ১০ ফেব্রুয়ারির পর থেকে।

গ্রন্থটি সম্পর্কে লেখক জানিয়েছেন, আমাদের প্রতিটি সংসার সংশয় ও সংকটে আক্রান্ত। আর্থিক দৈন্যতা, জীবীকার অনিশ্চয়তা, পারিবারিক সংকট, সামাজিক পীড়ন, আমার চেয়ে যে শক্তিশালী তার কাছ থেকে নিত্য অপমান ও লাঞ্ছনা-এসব দিয়েই তো আমরা প্রতিদিন ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছি! ফলে সংসারের সমস্ত প্রাপ্তির মধ্যেও আরেকটু সুখ অথবা সমস্ত অপ্রাপ্তির মধ্যেও সামান্য সুখের সন্ধান করে যে মানুষগুলো তাদেরই আখ্যান ‘সংসার থেকে লুকিয়ে’।

এ গল্পগ্রন্থে বিশেষ কী আছে? লেখক বলেন, মূলত প্রান্তিক মানুষের সাধারণ জীবন চর্চার অন্তরালের যে বাসনা, আসক্তি, উল্লাস আর বিষাদ সব কিছু জড়িয়েই এক একটা গল্প। প্রতিটি গল্পই যেন আপন মুদ্রাদোষে একলা এবং ভীষণভাবে একলা।

লেখকের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ যাদুর নীল বেলুন। যা পাঠক মহলে বেশ সাড়া ফেলে। দ্বিতীয় বইটি ছিল প্রবন্ধের ‘অতঃপর প্রহসন’, উপন্যাস ‘গল্পের মোড়কে মানুষ’, প্রথম কাব্যগ্রন্থ ‘ভাঙনের উৎস’।

তরুণ এ কবি ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর বাড়ী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।

বা/খ : এসআর।