// এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি //
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হাওর ও নদীসমূহে চলছে মা মাছের প্রজনন মৌসুম। এ সময় সামান্য পানিতেও ভেসে আসে পোনা আর ডিমওয়ালা মাছ। আর এসব মাছ শিকারে মেতে উঠে পেশাদার জেলেসহ মৌসুমী জেলেরা। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকার মূল্যের নিষিদ্ধ চায়না দোয়ার জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের হাওর এলাকার শিমুহা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।
জানা যায়, ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার হাওর অঞ্চলের শিমুহা নদীতে অভিযান চালিয়ে ৫শ’ নিষিদ্ধ চায়না দোয়ার বা রিং জাল জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন। পরে জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানকালে জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন বলেন, এখন মাছের প্রজনন মৌসুম চলছে। ডিমওয়ালা মাছ ধরা ও মাছের পোনা আহরণ করা নিষিদ্ধ। এসব নিষিদ্ধ চায়না দোয়ার জালে মা মাছসহ নির্বিচারে সকল প্রকার মাছ আটকা পড়ে । ফলে মাছের বংশ বৃদ্ধি ব্যহত হয় । তাই প্রাকৃতিক উপায়ে মাছের বংশবৃদ্ধি করার জন্য ও মা মাছ নিধন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।