কটিয়াদীতে ওয়াজ মাহফিল
- আপডেট সময় : ০৩:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদী কলামহল দরগা জামে মসজিদের পেশ ইমাম খতিব হযরত মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে কটিয়াদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল হয়। উক্ত ওয়াজ মাহফিলে শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘বিএনপির ইতিহাস যদি আওয়ামী লীগকে লিখতে দেওয়া হয় অনুরূপ আওয়ামী লীগের ইতিহাস বিএনপিকে লিখতে দেওয়া হলে যেই অবস্থা হবে ঠিক তেমনি ইসলাম বিরোধীদের ইসলামের ইতিহাস লিখতে দেওয়া হলে এমনি খারাপ অবস্থা হবে, কোন সন্দেহ নাই। এটা বরদাশত করা হবেনা। সব বাংলার দেখা শেষ, এবার হবে ইসলামের বাংলা।
মাহফিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে শতাধিক যুবক ইসলামী আন্দোলনে যোগদান করেন।
চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, নবী সাঃ তার আদর্শ ও মতবাদ প্রচারের জন্য দুনিয়াতে এসেছেন। তেমনি আমাদেরও নবী (সাঃ) এর রেখে যাওয়া আদর্শ এবং মতবাদ বাস্তবায়ন আমাদেরকেই করতে হবে। ইসলামের আদর্শের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। সেটা সমাজনীতি বা রাজনীতি৷ তিনি সবাইকে ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করার আহবান জানান।
বাখ//আর