ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কঙ্গোর পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসী হামলায় ৩৬ জন নিহত হয়েছে। দেশটির কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামে এই হামলা চালানো হয় বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।

এছাড়া সেনাবাহিনীর স্থানীয় কর্মকর্তা অ্যান্ততনি মাওয়ালুশাই মুকোন্দি গ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলায় কতজন নিহত হয়েছে, সেই বিষয়ে কোন তথ্য জানাননি তিনি। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে হামলাকারীরা মিত্র গণতান্ত্রিক বাহিনীর (এডিএফ) সদস্য। কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডার সশস্ত্র এই গোষ্ঠীর ঘাঁটি রয়েছে।

এদিকে, স্থানীয় সিভিল সোসাইটির প্রধান মুম্বেরে লিম্বাদু আরসেন জানান, হামলায় শিশু ও নারীসহ ৪৪ জন মারা গেছেন। এ ঘটনায় এখনও কয়েকজন গ্রামবাসী নিখোঁজ রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, হামলার ধরন দেখে বোঝা যায়, এতে এডিএফ জড়িত। কারণ কোনও গুলি ছোঁড়া হয়নি। হামলাকারীরা আগুন ধরিয়ে দেওয়ায় ঘর-বাড়িতে আটকা পড়ে কিছু মানুষ মারা গেছেন।

এডিএফের সদস্যরা প্রায়ই ধারাল ছুরি ও কুঠার ব্যবহার করে হামলা চালায়। দেশটির কিভু প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২১ সাল থেকে সামরিক শাসন জারি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কঙ্গোর পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬

আপডেট সময় : ১১:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসী হামলায় ৩৬ জন নিহত হয়েছে। দেশটির কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামে এই হামলা চালানো হয় বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।

এছাড়া সেনাবাহিনীর স্থানীয় কর্মকর্তা অ্যান্ততনি মাওয়ালুশাই মুকোন্দি গ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলায় কতজন নিহত হয়েছে, সেই বিষয়ে কোন তথ্য জানাননি তিনি। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে হামলাকারীরা মিত্র গণতান্ত্রিক বাহিনীর (এডিএফ) সদস্য। কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডার সশস্ত্র এই গোষ্ঠীর ঘাঁটি রয়েছে।

এদিকে, স্থানীয় সিভিল সোসাইটির প্রধান মুম্বেরে লিম্বাদু আরসেন জানান, হামলায় শিশু ও নারীসহ ৪৪ জন মারা গেছেন। এ ঘটনায় এখনও কয়েকজন গ্রামবাসী নিখোঁজ রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, হামলার ধরন দেখে বোঝা যায়, এতে এডিএফ জড়িত। কারণ কোনও গুলি ছোঁড়া হয়নি। হামলাকারীরা আগুন ধরিয়ে দেওয়ায় ঘর-বাড়িতে আটকা পড়ে কিছু মানুষ মারা গেছেন।

এডিএফের সদস্যরা প্রায়ই ধারাল ছুরি ও কুঠার ব্যবহার করে হামলা চালায়। দেশটির কিভু প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২১ সাল থেকে সামরিক শাসন জারি রয়েছে।