ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে তাড়াশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০১:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে

আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৭মার্চ) সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ, সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ন-সাধারন সম্পাদক রজত ঘোষ, শাহিনুর রহমান লাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লুৎফর কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারন সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
বা/খ: এসআর।