এ বার বাংলা সিনেমায় আরিয়ানের সঙ্গে জুটিতে দেবত্তমা?
- আপডেট সময় : ০৫:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩৯ বার পড়া হয়েছে

// রাজেশ দত্ত, বিনোদন ডেস্ক //
সাধারণত প্রযোজক, পরিচালকদের পছন্দের তালিকায় থাকেন টলিপাড়ার নামজাদা নায়ক নায়িকারা। তবে ইদানীং চিত্রনাট্য পাল্টানোর সঙ্গে সঙ্গে বদলেছে পরিচালকদের ভাবধারাও। এখন আসল হিরো হল গল্প। তাই অভিনেতাদেরও বাছাই করা হয় চরিত্রের প্রয়োজনে। নিজের নতুন ছবির জন্য তেমনই কিছু অভিনেতাদের বেছে নিয়েছেন পরিচালক রবীন্দ্র নম্বিয়ার।
শোনা যাচ্ছে, এসকে মুভিজ়ের পরিচালনায় নতুন ছবি তৈরি করছেন তিনি। ছবির নাম ‘তবুও ভালবাসি’। প্রশ্ন হল, এই ছবিতে নায়ক নায়িকা কারা? ইন্ডাস্ট্রির অন্দরের খবর এই ছবির গল্পটা এমন ভাবেই বুনেছেন তিনি যে, সেখানে নায়ক নায়িকা আলাদা করে বলা কঠিন। তবে শোনা যাচ্ছে এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিক এবং দেবত্তমা সাহাকে। এ ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রীতম দাস এবং সাহেব ভট্টাচার্যকে। জুলাই মাসে লন্ডন থেকে শুটিং সেরে ফিরেছেন পরিচালক।
দেবত্তমাকে খুব একটা বাংলা ছবিতে দেখেননি দর্শক। ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালে অভিনয়ের পরেই মুম্বই পাড়ি দেন তিনি। আপাতত তিনি হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ। সূত্র বলছে, অসমের মেয়ে দেবত্তমা এই প্রথম বার বাংলা ছবিতে অভিনয় করছেন। এই ছবি প্রসঙ্গে অভিনেতা প্রীতম জানিয়েছেন, “এটা একটা প্রেমের গল্প। এমন ভাবেই ছবির চিত্রনাট্য বুনেছেন সেখানে আলাদা করে নায়ক বা নায়িকা বলে কিছু বলতে পারব না। প্রত্যেকেই গুরুত্বপূ্র্ণ।
বা/খ/রা