মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর দেশের ৫ বিভাগসহ ১১ অঞ্চলে তাপদাহ ফের ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী সরকারের সুর নরম হয়েছে: ফখরুল ভাঙছে মেয়েদের সাফজয়ী দল আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবী করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২ নারী মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতার মা’র জানাজায় মির্জা আজম মহিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন  গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত রাবি ছাত্রলীগের সহায়তায় মুগ্ধ ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবক

এমবাপ্পে-হালান্ডের ওপর নজর রাখছে লস ব্লাঙ্কোজরা

এমবাপ্পে না হালান্ডের ওপর নজর রাখছে লস ব্লাঙ্কোজরা

ক্রীড়া ডেস্ক: নতুন মৌসুমে দল ঢেলে সাজাতে চায় রিয়াল মাদ্রিদ। এজন্য ২০২৪ ট্রান্সফার উইন্ডোতে কিলিয়ান এমবাপ্পে এবং অরলিং হালান্ডের ওপর নজর রাখছে লস ব্লাঙ্কোজরা।

তবে দলের খেলার ধরনের কারণে যেকোনো একজনকে বেছে নিতে হবে তাদের। এখন প্রশ্ন হলো কাকে ডেরায় ভেড়াবে স্প্যানিশ জায়ান্টরা। এজন্য দুই সুপারস্টারের চুক্তির হালহকিকতে দৃষ্টি দিতে হবে রিয়ালকে।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে ২০২৪ সালের গ্রীষ্মে। শোনা যাচ্ছে, এ মুহূর্তে দলটির সঙ্গে চুক্তির মেয়াদ আর ১২ মাস বাড়াতে চাচ্ছেন না তিনি।

ফলে আগামী জুলাইয়েই প্যারিসের ক্লাবটির সঙ্গে এমবাপ্পের সময়কাল শেষ হবে। অর্থাৎ আগামী গ্রীষ্মে মুক্ত হয়ে পড়বেন তিনি। যেটা তাকে নিতে রিয়ালকে প্রলুব্ধ করতে পারে।

ফরাসি সংবাদমাধ্যম এল’ইকুয়েপ এসব তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি আরও দাবি করেছে, ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হালান্ডের ওপরও দৃষ্টি রাখছে রিয়াল।

প্রত্যাশা করা হচ্ছে, লস ব্লাঙ্কোজদের সঙ্গে আরও ১ বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারেন করিম বেনজেমা। তবে ২০২৩-২৪ মৌসুমের শেষদিকে মাদ্রিদ ছেড়ে যেতে পারেন তিনি। ফলে তার স্থানে নতুন কোনো সুপারস্টারকে ডেরায় টানার সুযোগ হবে তাদের।

তবে এমবাপ্পে যদি রিয়ালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে বেতন কম নিতে হবে। এছাড়া সেন্টারের সামনে খেলতে হতে পারে ২৪ বছর বয়সী উইঙ্গারকে। কারণ বর্তমানে দলের বাম উইংয়ের এক নম্বর পছন্দ ভিনিসিয়াস জুনিয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *