ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

এমবাপে-মেসির গোলে জিতলো পিএসজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৪৬৫ বার পড়া হয়েছে

এমবাপে-মেসি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
লিওনেল মেসির অ্যাসিস্টে কালিয়ান এমবাপে জোড়া গোল করলেন। এমবাপের অ্যাসিস্টে লিওনেল মেসি করলেন আরো একটি গোল। তাদের দুজনের পারফরম্যান্সে ভর করে কাল শুক্রবার দিবাগত রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে এসি আজাকসিও’র বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। এই জয়ে ১২ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে নিজের জায়গাটি আরো পাকা করে নিলো গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

এ ম্যাচে হলুদকার্ডের কবলে পড়ে খেলতে পারেননি নেইমারর। এছাড়া রাঁসের বিপক্ষের ম্যাচে দেখা লাল কার্ডের জন্য দলে ছিলেন না স্প্যানিস অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসও। তবে তাদের অনুপস্থিতি চোখে পড়েনি পুরো ম্যাচে।

খেলার শুরু থেকেই নবাগত দল অ্যাজাকসিওকে চেপে ধরে ছিলো চ্যাম্পিয়নরা। সেই সুবাদে ১৩ মিনিটেই ফ্রি কিক থেকে এগিয়ে যেতে পারতো পিএসজি। তবে মেসির দারুণ ফ্রি কিকটি আটকে দেন অ্যাজাকসিও গোলরক্ষক বেনজামিন লেরয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারিদের। ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এ সময় পাল্টা আক্রমণে মাঝমাঠের একটু সামনে বল পেয়ে যান মেসি। এ সময় কালিয়ান এমবাপেকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন। এমবাপে দ্রুতবেগে বক্সের মধ্যে ঢুকে বলের নিয়ন্ত্রণ নিয়ে শট নেন গোলরক্ষকের মাথার উপর দিয়ে। বল জালে জড়ায়। প্রথমার্ধে অবশ্য এই একটি গোলই হয়।

বিরতির পর শেষ দিকে হয় আরো দুটি গোল। ৭৮ মিনিটে লিওনেল মেসি গোল পান। এ সময় বক্সের সামনে থেকে ভেতরে মেসিকে বল দেন এমবাপে। সামনেই ছিলেন আজাকসিও’র গোলরক্ষক। তিনি বলটি প্রায় ছিনিয়ে নিয়েছিলেন মেসির কাছ থেকে। কিন্তু তাকে ফাঁকি দিয়ে ডানদিক দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির গোলের তিন মিনিট পরেই ম্যাচের শেষ গোলের দেখা পায় চ্যাম্পিয়নরা। গোলটি করেন এমবাপে তবে এ গোলেরও কারিগর মেসি। বক্সের একটু বাইরে থেকে মেসি বলটা বাড়ান এমবাপেকে, সেটা কোনোরকম আয়ত্বে নিয়েই ফরাসি তারকা শট নেন বাঁ পাশের পোস্টে, তা গিয়ে জড়ায় জালে।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ের মধ্য দিয়ে লিগে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/kb6v

নিউজটি শেয়ার করুন

এমবাপে-মেসির গোলে জিতলো পিএসজি

আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
লিওনেল মেসির অ্যাসিস্টে কালিয়ান এমবাপে জোড়া গোল করলেন। এমবাপের অ্যাসিস্টে লিওনেল মেসি করলেন আরো একটি গোল। তাদের দুজনের পারফরম্যান্সে ভর করে কাল শুক্রবার দিবাগত রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে এসি আজাকসিও’র বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। এই জয়ে ১২ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে নিজের জায়গাটি আরো পাকা করে নিলো গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

এ ম্যাচে হলুদকার্ডের কবলে পড়ে খেলতে পারেননি নেইমারর। এছাড়া রাঁসের বিপক্ষের ম্যাচে দেখা লাল কার্ডের জন্য দলে ছিলেন না স্প্যানিস অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসও। তবে তাদের অনুপস্থিতি চোখে পড়েনি পুরো ম্যাচে।

খেলার শুরু থেকেই নবাগত দল অ্যাজাকসিওকে চেপে ধরে ছিলো চ্যাম্পিয়নরা। সেই সুবাদে ১৩ মিনিটেই ফ্রি কিক থেকে এগিয়ে যেতে পারতো পিএসজি। তবে মেসির দারুণ ফ্রি কিকটি আটকে দেন অ্যাজাকসিও গোলরক্ষক বেনজামিন লেরয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারিদের। ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এ সময় পাল্টা আক্রমণে মাঝমাঠের একটু সামনে বল পেয়ে যান মেসি। এ সময় কালিয়ান এমবাপেকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন। এমবাপে দ্রুতবেগে বক্সের মধ্যে ঢুকে বলের নিয়ন্ত্রণ নিয়ে শট নেন গোলরক্ষকের মাথার উপর দিয়ে। বল জালে জড়ায়। প্রথমার্ধে অবশ্য এই একটি গোলই হয়।

বিরতির পর শেষ দিকে হয় আরো দুটি গোল। ৭৮ মিনিটে লিওনেল মেসি গোল পান। এ সময় বক্সের সামনে থেকে ভেতরে মেসিকে বল দেন এমবাপে। সামনেই ছিলেন আজাকসিও’র গোলরক্ষক। তিনি বলটি প্রায় ছিনিয়ে নিয়েছিলেন মেসির কাছ থেকে। কিন্তু তাকে ফাঁকি দিয়ে ডানদিক দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির গোলের তিন মিনিট পরেই ম্যাচের শেষ গোলের দেখা পায় চ্যাম্পিয়নরা। গোলটি করেন এমবাপে তবে এ গোলেরও কারিগর মেসি। বক্সের একটু বাইরে থেকে মেসি বলটা বাড়ান এমবাপেকে, সেটা কোনোরকম আয়ত্বে নিয়েই ফরাসি তারকা শট নেন বাঁ পাশের পোস্টে, তা গিয়ে জড়ায় জালে।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ের মধ্য দিয়ে লিগে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/kb6v