ব্রেকিং নিউজ ::
এমপি বাদশার সাথে প্রবীণ হিতৈষী সংঘের মতবিনিময়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ৪২২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশার সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) এমপির নিজ বাসভবনের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবীণদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন তারা।
এমপি ফজলে হোসেন বাদশা জাতীয় সংসদের আগামী অধিবেশনে প্রবীণ নীতিমালার বিষয় উত্থাপন করবেন বলে জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এমপি বাদশার এই প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী বলে তাকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী শাখার সভাপতি ডা. ডি এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত আলী, প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুজ্জামান বেল্টু, কোষাধ্যক্ষ জহির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ওয়াজেদ আলী, নির্বাহী সদস্য এম শরীফ, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।