ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবার নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণ, নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • / ৪৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি দুইতলা ভবনে বিস্ফোরণ থেকে ভয়াবহ আগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।

তিনি বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ১০টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। নিহত ব্যক্তির নাম আওলাদ (৪০)। পেশায় তিনি একজন শ্রমিক।

নারাণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার একটি ভবনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

তিনি জানান, এ ঘটনায় মোট চারজন অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবণ ও কাগজের গুদাম ছিল।

নিউজটি শেয়ার করুন

এবার নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণ, নিহত ১

আপডেট সময় : ১২:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি দুইতলা ভবনে বিস্ফোরণ থেকে ভয়াবহ আগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।

তিনি বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ১০টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। নিহত ব্যক্তির নাম আওলাদ (৪০)। পেশায় তিনি একজন শ্রমিক।

নারাণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার একটি ভবনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

তিনি জানান, এ ঘটনায় মোট চারজন অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবণ ও কাগজের গুদাম ছিল।