বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আসামি গ্রেপ্তার ফরিদপুরে ট্রেনের কাটায় বৃদ্ধের মৃত্যু  সেনাবাহিনীর উদ্যােগে শিক্ষার্থীদের প্রেষণামূলক ক্লাস ‘ফারুকের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি’ নিত্যপণ্যের দামবৃদ্ধি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী ‘মার্কিন ভিসা নীতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়’ ‘আদালত অবমাননা করেছেন মির্জা ফখরুল’ নির্যাতন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে : নজরুল ইসলাম খান জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ, সূচি চূড়ান্ত নারী প্রিমিয়ার লিগে হেরেছে আবাহনী ডামুড্যায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু তালায় জালালপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা তালায় খলিলনগর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

এবারের বইমেলায় ৪৭ কোটি টাকার বিক্রি

এবারের বইমেলায় ৪৭ কোটি টাকার বিক্রি

নিজস্ব প্রতিবেদক : 

চলতি বছর বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে ১ কোটি ২৪ লাখ টাকার। গত বছর বইমেলায় বই বিক্রি হয়েছিল ৫২ কোটি টাকার বই। এ বছর নতুন বই এসেছে ৩ হাজার ৭৫০টি। গত বছর এসেছিল ৩ হাজার ৪১৬টি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।

তিনি বলেন, বইমেলা কমিটির দেওয়া ফরমে প্রকাশকরা যে তথ্য দিয়েছেন, তা থেকে এই উপাত্ত প্রকাশ করা হলো। কিন্তু নতুন বই বা বই বিক্রির তথ্যটি সঠিক নয় বলে বইমেলা পরিচালনা কমিটি মনে করে। অনেক প্রথিতযশা প্রকাশকও নতুন বই বা বই বিক্রির তথ্য দেননি পূর্ণাঙ্গভাবে। তাই এই তথ্যটি বাস্তবসম্মত নয়।

মুজাহিদুল ইসলাম বলেন, বইমেলার তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী এবার ৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য কেন্দ্রে আসেনি। এবারের বইমেলায়ও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে। এ ছাড়া আর্চওয়ে হিসাব অনুযায়ী, এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন দর্শনার্থী এসেছে।

এবারের বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

মঙ্গলবার বিকেলে বইমেলা প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পূর্ণ। শেষ বিকেলে বই কিনে ঘরে ফেরার আনন্দে উদ্বেল ছিলেন পাঠকরা।

গত দুই বছর করোনা মহামারির কারণে ছন্দপতন হয় বইমেলায়। তবে এবার মাসব্যাপী নির্বিঘ্নে উৎযাপিত হয়েছে বাঙালির প্রাণের মেলা। অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থী ও পাঠকের সংখ্যা ছিল বেশি। মেলার শেষ দিকে এসে কথিত জঙ্গি হামলার হুমকিতেও কোনো প্রভাব পড়েনি। তবে মেলায় আশানুরূপ বিক্রি হয়নি বলে জানান প্রকাশকেরা।

করোনা মহামারি শুরু হওয়ার আগে ২০২০ সালের মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এর পরের বছর ২০২১ সালে মহামারির কারণে বইয়ের বিক্রি কমে মাত্র তিন কোটি ১১ লাখ টাকায় নেমে আসে। গত বছর মধ্য ফেব্রুয়ারিতে শুরু হওয়া মেলায়ও বিক্রি হয় ৫২ কোটি টাকার বই। এ হিসেবে এবারের বিক্রির পরিমাণ হতাশাজনক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *