সিরাজগঞ্জের এনায়েতপুরে বৃহত্তম কাপড়ের হাটে শনিবার আনুমান রাত ৮ টার সময় এনায়েতপুর চাউল পট্টির নিজামের পাইকারি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নগদ টাকা,মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর দোকান থেকে কোন মালামাল বের করতে না পারায় ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক নিজাম। নিজাম বলেন. আমার সব কিছু পুরে গেছে আমি নিঃস্ব হয়ে গেলাম।
১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বেলকুচি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্সের একটি দল। বেলকুচি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত অফিসার গোলাজার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরে তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ জানানো হবে।