এনায়েতপুরে মহানবী (স:) কটূক্তির প্রতিবাদে ওলামা পরিষদের বিক্ষোভ ও মহাসমাবেশ
- আপডেট সময় : ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩৮ বার পড়া হয়েছে
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেছে এনায়েতপুর থানা ওলামা পরিষদ।
সোমবার সকালে এনায়েতপুর কেজির মোরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা ওলামা পরিষদের সহ সাধারন সম্পাদক মাওলানা মোতালেবুর রহমান সাঈদী, সহ সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর, প্রধান উপদেষ্টা হাফেজ মুফতি আঃ রউফ প্রমুখ।
মহাসমাবেশ পরিচালনা করেন এম এম আনোয়ারুল হক, মাও: নূর আলম সাহেব ও মাও: ওমর ফারুক মোল্লা।
সমাবেশ থেকে ভারতীর পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রায়কে গ্রেফতার করে ফাঁসির দাবিসহ ভারতীয় পণ্য বর্জনের হুশিয়ারি দেয়া হয়।
বাখ//আর