মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজাদপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ৫’শ দুঃস্থের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ তাড়াশের বারুহাস ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা ফরিদপুরে ৪০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ী আটক  পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালকের মৃত্যু শাহজাদপুরে গো-খাদ্যে ভেজাল করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা তিতাসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  বেলকুচিতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ  এনায়েতপুরে মাওঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ রাজনৈতিক স্থিতিশীলতায় দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মৃত্যুর জন্য হোটেলে ঘর ভাড়া করতে হয় যে দেশে ‘দেশের যে কোন সাফল্যে বিএনপির গাত্রদাহ হয়’ ফরমায়েশি রায়ে আন্দোলন দমাতে চায় সরকার: ফখরুল মঠবাড়িয়ার শালিস প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা যমুনায় ৮ বার ভাঙনের পরেও সোনাতনী উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়াচ্ছে উল্লাপাড়ায় ২’শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এনায়েতপুরে বিএনপি নেতা মজনুকে মারধর করলো বিএনপি’র ৩ নেতা 

এনায়েতপুরে বিএনপি নেতা মজনুকে মারধর করলো বিএনপি’র ৩ নেতা 

// আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি //

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সাবেক তুখোর ছাত্রদল নেতা মিজানুর রহমান মজনুকে মারধর করেছে দলের ৩ নেতা। সদ্য গঠিত গোপিনাথপুর ওয়ার্ড বিএনপির কমিটি পকেটস্থ করতে না পেরে আক্রোশে তাকে মারধর ও কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক, থানা শ্রমিক দলের সভাপতি ছানোয়ার হোসেন গাইরাল, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজের এমন সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা, ক্ষোভ ও দলীয় এবং আইনগত শাস্তির দাবী জানিয়েছে রাজনৈতিক ও সামাজিক মহল।

দলীয় সুত্রে জানা যায়, এনায়েতপুর থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান মজনু (৪৫) দীর্ঘ দিন ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে নানা সামাজিক কাজ করে আসছেন। কিছুদিন আগে গোপিনাথপুর ওয়ার্ড কমিটিতে খুকনী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাকের মামাতো ভাই মহির উদ্দিনকে সভাপতি ও দীর্ঘদিনের পরীক্ষিত শামসুল ইসলামকে সাধারন সম্পাদক করা হয়। পারিবারিকভাবে এলাকায় নানা সন্ত্রাসী কর্মকান্ডে বিতর্কিত আব্দুর রাজ্জাক কমিটি কুক্ষিগত করতে পছন্দের ব্যক্তিকে সেক্রেটারি পদে বসাতে না পেরে মজনুর উপর ক্ষুব্দ ছিল বলে মিজানুর রহমান মজনু জানান। তিনি অভিযোগ করে বলেন, এরই প্রেক্ষিতে রোববার রাতে গোপীনাথপুর ভূঁইয়ার হাট অবস্থানকালে আমাকে বিএনপি নেতা রাজ্জাক ও তার ছোট ভাই যুবদলের নেতা সাইদুলের নির্দেশে তার মামাতো ভাই শ্রমিকদল নেতা গাইরাল ছানোয়ার বেদম মারধর করে। এক পর্যায়ে কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। এরপরই থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এদিকে, এলাকার স্বজ্জন হিসেবে পরিচিত মিজানুর রহমান মজনুকে মারধরের খবর জানাজানি হলে বিএনপিসহ এলাকার সবার মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এনায়েতপুর থানা বিএনপি’র এক শীর্ষ নেতা জানান, সামনে আন্দোলন সংগ্রাম। দলের নিবেদিতরা ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হলে অনেকেই বিএনপি হতে দুরে থাকবে। সাধারন মানুষ আমাদের ভোটও দেবে না। তাই রাজ্জাক, সাইদুল, সানোয়ারের বিতর্কিত কর্মকাণ্ড শুধু দলকেই নয়, সমাজকেও নানা ভাবে হেয় করছে। এজন্য তাদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শাস্তি মুলক ব্যবস্থা নিতে যাচ্ছে।

এদিকে, বিএনপি নেতা মিজানুর রহমান মজনুর ওপর হামলার ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *