সারাদেশের ন্যায় গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচী পালন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার সকালে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি সৈয়দপুর বাজার হতে শুরু করে চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
জালালপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আঃ সালাম। উক্ত পদযাত্রা কর্মসূচিতে থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার ইমনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ খালেক, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার বশির প্রমুখ।