এনায়েতপুরে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ৪৩৭ বার পড়া হয়েছে

সেলিম রেজা :
সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চৌহালীর ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন ও দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হামিদ মন্ডলের সভাপতিত্বে ও ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাদাৎ হোসেনের সঞ্চলনায় জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -৫ (বেলকুচি -চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।
জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ উদ্দিন।
এ সময় এনায়েতপুর থানা শাখার সভাপতি আহাম্মদ খাঁন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি বজলুর রশিদ, সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বা/খ: এসআর।