
বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে ও ব্র্যাক এর সহযোগিতায় উল্লাপাড়া উপজেলা সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এর সভাপতিত্বে এবং ব্র্যাক রোড সেফটির ব্যবস্থাপক একেএম খায়েরুজ্জামান এর পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম শামসুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিব, মেডিক্যাল অফিসার ডাঃ সাদিক আহমেদ, উল্লাপাড়া মডেল থানার এসআই মোঃ খায়ের উদ্দিন, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম তপন, সিরাজগঞ্জ জেলাট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আহসান আলী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্ণিমাগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিডিসি মোঃ রইছ উদ্দিন, ডিভিশনাল কোঅর্ডিনেটর পংকজ কুমার বিশ্বাস, ফিল্ড কমিউনিকেটর মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আবু সায়েদ, কর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মশালাটি পরিচালনা ও তথ্য উপস্থাপন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষক ইনচার্জ মোঃ মতিউর রহমান।
কর্মপরিকল্পনা কর্মশালায় সড়ক ব্যবহার, রাস্তা পারাপার, রোড সেফটি আইন, রোডের বিভিন্ন সাংকেতিক নির্দেশনা, দুর্ঘটনা কেন ঘটে এবং এ থেকে প্রতিকারের উপায়, স্কুলের শিক্ষার্থীদের কিভাবে দুর্ঘটনার ঝুকি থেকে বাঁচাতে পারে, যানবাহনে যৌন হয়রানীমুক্ত পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সকলের আলোচনার ভিত্তিতে সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।