উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন
- আপডেট সময় : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৪১৮ বার পড়া হয়েছে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র” শ্লোগানকে সামনে রেখে উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উল্লাপাড়া মডেল থানার সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মডেল থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল মোঃ মাহফুজ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।