উন্নত সেবা দেওয়ার ব্রত নিয়ে কসবায় পদ্মা ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩৯ বার পড়া হয়েছে
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আনন্দঘন পরিবেশে কসবা সদর হাসপাতালের পশ্চিম পাশে উন্নত সেবা দেয়ার ব্রত নিয়ে পদ্মা ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, আড়াইবাড়ি দরবার শরীফের পীর মাওলানা গোলাম খাবির সাঈদী, ডাঃ মোঃ গোলাম মোস্তাফা, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, ডাঃ মাহেনুর সুলতানা ও ডাঃ কেএম প্রিতম আলম। স্বাগত বক্তব্য রাখেন পদ্মা ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ সেলিম চৌধুরী।
এডভোকেট মুজিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন; ডাঃ মিশকাতুজ্জামান মিশু, ডাঃ ইমন, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোঃ আল আমিন, পদ্মা ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দ মোঃ আমজাদ হোসেন, মোঃ ইলিয়াস মুর্শেদ (মঞ্জু), মোঃ আজিজুর রহমান টুটুল, মোঃ মীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মনোরম পরিবেশে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা কসবা পদ্মা ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হবে।
বাখ//আর